ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

মালিবাগে শিবিরের মিছিল-ককটেল, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মালিবাগে শিবিরের মিছিল-ককটেল, আটক ১

ঢাকা: হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগের সাপেনা ডেন্টাল হাসপাতালের সামনে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে ব্যানারসহ মামুন (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।



রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মশিউর রহমান বলেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হরতালের সমর্থনে সাপেনা হাসপাতালের সামনে ব্যানার নিয়ে ৮-১০ জন জামায়াত-শিবিরকর্মী ঝটিকা মিছিল বের করে। এসময় তারা ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ব্যনারসহ মামুন (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করে।

অন্যদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ