ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

ব্রাহ্মণপাড়ায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ব্রাহ্মণপাড়ায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মামলার আসামিদের মধ্যে রয়েছে, উপজেলার মকিমপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা খান, টাকুই গ্রামের আবদুল্লাহ খান মৌলভীর ছেলে শিবির কর্মী মাসুম (২৮) ও দীর্ঘভূমি গ্রামের সফিক মেম্বরের ছেলে শিবির কর্মী ওমর ফারুক (৩০)।

ব্রাহ্মণপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাত সাড়ে ১০টায় উপজেলার সাহেবাবাদ এলাকায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে লিল মিয়া রাইছ মিলের সামনে অজ্ঞাত মোটর সাইকেল আরোহী পেট্রোল ঢেলে ২টি ট্রাক্টরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে  স্থানীয়রা এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাক্টর দু’টির সিটসহ সামনের অংশ পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ