ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

দপ্তর সম্পাদককে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ১১, ২০১৫
দপ্তর সম্পাদককে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

ঢাকা: দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির প্রিন্স প্লাজা থেকে সাত্তার পাটওয়ারীকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ।

ছাত্রদল নেতারা বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ফুঁসে উঠেছে, তখনই এই অবৈধ সরকার নির্লজ্জের মত বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মী গ্রেফতার ও ‘হত্যার হলি খেলায়’ মেতে উঠেছে। চলমান গণতন্ত্র রক্ষার আন্দোলনকে ‘অসুস্থ’ আওয়ামী নেতা ও তাদের তাবেদার কিছু বুদ্ধিজীবী কখনও জঙ্গি, কখনও সহিংস আচরণের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করছে। অথচ দেখা যাচ্ছে, অধিকাংশ সহিংস ঘটনার সঙ্গে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত বলে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ৫ জানুয়ারির অবৈধ ও তামাশার নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতারা বারবার বলে আসছিলেন, এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, খুব শিগগির সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হবে, কিন্তু সে কথা তারা এখন বেমালুম  ভুলে যাচ্ছেন।

রাজিব আহসান ও মো. আকরামুল হাসান বলেন, হামলা-মামলা, গ্রেফতার ও হত্যা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ এ আন্দোলন ব্যর্থ হলে এ দেশের মুক্তিযুদ্ধের বড় চেতনা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, খর্ব হবে জনসাধারণের ভোট প্রদানের অধিকার, কায়েম হবে বাকশাল। আর এ আন্দোলন সফল হওয়া মানে শুধুই বিএনপির ক্ষমতায় আসীন হওয়া নয়, বরং জনগণের কাছে তাদের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সকল নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া।

চলমান আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সকলকে স্বতঃফূর্ত অংগ্রহণের আহ্বান জানিয়ে ছাত্রদল নেতারা অবিলম্বে সাত্তার পাটোয়ারীসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।