ফেনী: হরতাল-অবরোধে পেট্রল বোমা নিক্ষেপসহ সহিংসতা রুখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে পাহারা বসিয়েছে যুবমহিলা লীগের নেতাকর্মীরা।
বুধবার বিকেল ৫টার দিকে এ পাহারার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।
ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার রুনা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারী দলমত নির্বিশেষে সবাইকে সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫