ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

রাবির একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ফেব্রুয়ারি ১১, ২০১৫
রাবির একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।



বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ছাদে ককটেলটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ ঘটনায় ওই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে নাশকতাকারীদের চিহ্নিত করা যায় নি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ফটকের সামনে থেকে একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘটের পাশাপাশি বুধবার থেকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ডাকে দুইদিনের ধর্মঘট চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।