ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

বরিশালে হরতাল সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বরিশালে হরতাল সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল নগরীতে পৃথক দু’টি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বুধবার (ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় বরিশাল নগরীর বরিশাল-লাকুটিয়া সড়কের পুরানপাড়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।



অপরদিকে, বরিশাল-ঝালকাঠি সড়কের নবগ্রাম এলাকার সোনামিয়ার পুল এলাকায় সকাল আটটায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

এদিকে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।