ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

আগুন-সন্ত্রাস বন্ধ হলে সংলাপ হতে পারে

ডিপ্লোম্যাটিক এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, ফেব্রুয়ারি ১১, ২০১৫
আগুন-সন্ত্রাস বন্ধ হলে সংলাপ হতে পারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে বিশিষ্ট নাগরিকদের দেওয়া চিঠির বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংলাপ অবশ্যই হতে পারে। তবে তার আগে আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হবে।

তবে গণতন্ত্রে কী চলে, কী চলে না, তা আগে নির্ধারণ করতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সোয়া ৮টায় এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন।

সংলাপের আহ্বান জানানো বিশিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে ইনু বলেন, তাদের চিঠিতে কিন্তু চলমান আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কিছুই বলেননি। আগুন- সন্ত্রাস বন্ধের জন্য তারা আগে খালেদা জিয়ার কাছে ধর্ণা দিক।

দেশে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক সংকট নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার যে সংকট আছে, সেটা অবশ্যই কঠোর হাতে দমন করা হবে। বিএনপির আন্দোলনে মাঠে কোনো নেতাকর্মী নেই। তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। এটাকে আইনের আওতায় দমন করা হবে।

তিনি বলেন, এ সরকার কখনও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চায় না, করেওনি। বরং বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কর্নেল তাহেরকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার জন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে।

খালেদা জিয়া গণতন্ত্রের ক্লাব থেকে নিজেকে সরিয়ে রাজনীতি থেকে মাইনাস করেছেন। এজন্যই তিনি সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন, বলেন ইনু।

৯০-এর পর সব নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি সেগুলোও সংলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন।

চিকিৎসা শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।