ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

‘জাতি আর প্রতিহিংসার আগুনে পুড়ে মরতে চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, ফেব্রুয়ারি ১০, ২০১৫
‘জাতি আর প্রতিহিংসার আগুনে পুড়ে মরতে চায় না’

ঢাকা: প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে সকল রাজনৈতিক দলের প্রতি  আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, জাতি আর প্রতিহিংসার আগুনে পুড়ে মরতে চায় না।


 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান ।
 
তিনি বলেন, দেশ এখন অশান্তির দাবানলে জ্বলছে। এমন পরিস্থিতি দেশের কোনো শান্তিকামী মানুষ এবং  সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় । তাই এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে  ইসলামের ছায়াতলে এসে শান্তি ফিরিয়ে আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।
 
ইসলামী আন্দোলন কোনো দলকে ক্ষমতায় বসানো বা সরানোর সহায়ক শক্তি হিসেবে কাজ করে না বলেও মতবিনিময় সভায় মন্তব্য করেন।
 
মতবিনিময় সভা থেকে চরমোনাই পীরের পূর্ব ঘোষিত কর্মসূচি ১৩ ফেব্রুয়ারি সব উপজেলায় সাদা পতাকা হাতে মানবন্ধন সফলের জন্য  আহবান জানানো হয় ।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন,কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।