রাজশাহী: অবরোধ-হরতালের নামে সারাদেশে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও নাশকতার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচার দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান ফজলে হোসেন বাদশা।
ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু ও জেলা সম্পাদক শামসুজ্জোহা প্রমুখ।
সমাবেশে ফজলে হোসেন বাদশা বলেন, বিএনপি-জামায়াত জোট হরতাল ডেকে সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তারা যাত্রীবাহী বাসে, পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের এই ঘৃণ্য ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।
সমাবেশ শেষে বাদশার নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫