ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয়ে কাঁটাতারের আরও ২০ রিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, ফেব্রুয়ারি ১০, ২০১৫
খালেদার কার্যালয়ে কাঁটাতারের আরও ২০ রিং ছবি: নাজমুল হক ফয়সাল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কাঁটাতারের আরো ২০টি রিং নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নীল রঙের একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন-১৪-৬৪৪৯) করে এগুলো নিয়ে আসা হয়।



চেয়ারপরসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাঁটাতারগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে। এগুলো স্টিলের তৈরি।  

কর্তব্যরত এক সিএসএফ সদস্য বাংলানিউজকে বলেন, এগুলো আজ নিয়ে আসা হলেও আগামীকাল (বুধবার) লাগানো হবে।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশে দেয়ালের উপরে কাঁটাতারের বেষ্টনী নেই। সড়কমুখী দুইদিকেই কাঁটাতারের বেষ্টনী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।