ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

শ্যামনগরে জামায়াত নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, ফেব্রুয়ারি ১০, ২০১৫
শ্যামনগরে জামায়াত নেতার কারাদণ্ড প্রতীকী

সাতক্ষীরা: নাশকতার দায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন জামায়াতের আমির আমিনুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতার চেষ্টাকালে বেলা ১১টার দিকে কৈখালী গ্রাম থেকে আমিনুর রহমানকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।