ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে বাস-ট্রাকে ককটেল হামলা, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রাজশাহীতে বাস-ট্রাকে ককটেল হামলা, আহত ৫ প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরীতে চলন্ত যাত্রীবাহী বাস ও পুঠিয়ায় ট্রাকে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর মতিহার থানার অক্টোর মোড় ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে এ ঘটনা ঘটে।



অবরোধকারীদের ছোঁড়া ককটেলে বাসের তিন যাত্রী, ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন-বাগমারা উপজেলার বুজরুখকৌড় এলাকার সাইদুর রহমানের ছেলে ও রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক (২৮)। তানোরের কৃষ্ণপুর এলাকার আসাদুজ্জামান নুরের স্ত্রী ফিরোজা বেগম (৪৮) ও মহানগরীর বহরমপুর এলাকার শাহাদাৎ হোসেন (৬০)।

রামেকে চিকিৎসাধীন আহতরা জানান, ‘শিশির পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে তারা ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিলেন। পথে অক্টোর মোড় এলাকায় পৌঁছালে অবরোধকারীরা বাসটি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এটি গাড়ির জানালায় পড়ে বিস্ফোরিত হলে কাঁচ ভেঙে যাত্রীরা আহত হন।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পুঠিয়া উপজেলার শিবপুরহাট বিহারীপাড়া নামক স্থানে রাজশাহী থেকে যশোরগামী ট্রাকে পরপর দু‘টি ককটেল হামলার ঘটনা ঘটে। এতে চালক বাপ্পী (৪০) ও হেলপার আহত হন। আহত চালক যশোরের বাগারপার এলাকার ইনছার আলীর ছেলে।

তবে হেলপারের নাম জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, রাত পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে বৈদ্যুতিক পোলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৮১৪) উপজেলার শিবপুরহাট বিহারীপাড়া নামক স্থানে পৌঁছালে অবরোধকারীরা ওই গাড়িতেও ককটেল হামলা চালায়। পরপর দু’টি ককটেল গাড়ির সামনে ছুঁড়ে মারলে গ্লাসে আঘাত করে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।