ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

বেলকুচিতে ফের থানার পাশে ৪ ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বেলকুচিতে ফের থানার পাশে ৪ ককটেল বিস্ফোরণ প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে আড়াই ঘণ্টার ব্যবধানে আবারও থানার পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার থানার পাশের জিধুরী রোড এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।



এর আগে, সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার সোহাগ সিনেমা হলের পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে, এসব ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আলামত সংগ্রহ বা কাউকে আটক করতে পারেনি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দফায় দফায় ককটেল বিস্ফোরণের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।