সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার কাতলাপুর থেকে যুবদল নেতা নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাতলাপুর মহল্লার মৃত তারু মিয়ার ছেলে নজরুল ইসলাম সাভার পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। বর্তমানে পৌর যুবদলের সহ সভাপতি পদে আছেন তিনি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া জানান, নজরুলের নামে সাভার থানায় অবরোধ-হরতালে নাশকতার দায়ে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫