জয়পুরহাট: দেশব্যাপী হরতাল-অবরোধের নামে নাশকতার প্রতিবাদে ১৪ দলের উদ্যোগে জয়পুরহাটে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের পাঁচুর মোড়ের প্রধান সড়কে মানববন্ধন আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কাস পার্টি সহ ১৪ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের সবস্তরের নেতা-কর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।
আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে পাঁচুর মোড়ের মুক্ত মঞ্চে ‘শান্তি ও গণতন্ত্রের পক্ষে’ এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী।
সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জাসদের জেলা সভাপতি আবুল খায়ের সাকোয়াত হোসেন ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য উজ্জ্বল প্রমুখ।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘জ্বালাও, পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চিন্তা বাদ দিয়ে হরতাল-অবরোধ তুলে নিন। নয়তো কাঁটাতারের বেড়া ভেদ করে বিক্ষুব্ধ জনতা আপনার কার্যালয়ে প্রবেশ করবে। ’
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫