ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

সাভারে যাত্রীবেশে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সাভারে যাত্রীবেশে বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

সাভার (ঢাকা): সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় যাত্রীবেশে একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় গাবতলী থেকে ছেড়ে আসা বাসটিতে আগুন দেয় তারা।



প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে ছেড়ে আসা আরিচাগামী বাসটি ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে কয়েকজন যুবক বাসটি থামিয়ে বাসে ওঠার কথা বলে। এরপর চালক বাসটি থামালে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুবৃত্তরা। এ সময় সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

অশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

** চকবাজারে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।