ঢাকা: রাজধানীর মৎস্যভবনে ককটেল ছোড়ার সময় আবির হাসান (২৫) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছেন। এসময় আটক করা হয়েছে আরো একজনকে।
রমনা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিয়াকত হোসেন জানান, সোমবার রাত ৭টায় মৎস্যভবনের স্টার গেটের সামনে ওই ঘটনা ঘটে। পুলিশ আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছে।
অন্যদিকে আটক যুবক এনামুল ইসলামকে (২১) রমনা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এনামুল ইসলাম ও আবির হোসেন মৎস্যভবনে একটি ককটেল বিস্ফোরণ ঘটালে জনতা ধরে ফেলে। তাদের কাছে থেকে আরো চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫