ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

সরকারকে পদত্যাগের আহবান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সরকারকে পদত্যাগের আহবান জামায়াতের

ঢাকা: নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারকে পদত্যাগের আহবান জানিয়েছে জামায়াত।

সোমবার ( ০৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।



সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে হামলা, জ্বালাও-পোড়াও এবং পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এসব পাশবিক কর্মকাণ্ডের সঙ্গে  তাদের কোনো নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, যার ন্যূনতম বিবেক আছে সে এতো হিংস্র, জঘন্য ও নির্মম কাজ করতে পারে না। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার পাশবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দুস্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয় বিবৃতিতে।

এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবানও জানায় জামায়াত।


বিবৃতিতে দাবি করা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এসব পাশবিক কর্মকাণ্ডের সঙ্গে  আমাদের কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রশ্নই আসে না।

বিবৃতিতে গত কয়েকদিনে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের হাতে যেসব নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ডা.শফিকুর রহমান।

পাশাপাশি জনগণের ভোট ও বাঁচার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারে হাতে ক্ষমতা দিয়ে সরকারকে পদত্যাগেরও আহবান জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।