ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন। রুবেল (৩৫) ও সাদ্দাম (২৯) নামের ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে ঢাকা ওয়াসার পাশে শরিফ হোটেলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনায় দু’জনেরই পায়ে স্পিন্টার বিদ্ধ হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫