ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

শেরপুরে ৩০ যানবাহন ভাঙচুর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ফেব্রুয়ারি ৯, ২০১৫
শেরপুরে ৩০ যানবাহন ভাঙচুর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ককটেল ফাটিয়ে বাস ও ট্রাকসহ ৩০টির মতো যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় বাস টার্মিনাল এলাকা থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের কাঠালতলা এলাকা পর্যন্ত এ ঘটনা ঘটে।



এ সময় তারা ৩টি বাস, ৩টি ট্রাক এবং ২০/২৫টি সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে কয়েকজন যুবক ধুনটমোড় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করে। মুহূর্তে পুরো এলাকা ফাঁকা হয়ে গেলে হরতাল সমর্থকরা লাঠিসোটা নিয়ে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ২০/২৫টি সিএনজিচালিত অটোরিকসা ভাঙচুর করে।

পরে দ্রুত তারা ইটপাটকেল ছুড়ে কাঠালতলা এলাকায় পর্যন্ত বাস ও ট্রাকের কাঁচ ভেঙে পালিয়ে যায়।

এদিকে, পিকেটাররা পালিয়ে যাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০/১২ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে জেলা শিবিরের এক নেতাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ‍ওসির দাবি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।