ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা নয় শামীম ওসমান

নারায়ণগঞ্জ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করে দেশে তালেবান ও আইএস এর কায়দায় জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাই সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতনগরের হরিহরপাড়ায় ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ২০ দলীয় জোটের আন্দোলন অচিরেই ভুলুণ্ঠিত হয়ে ধূলোয় মিশে যাবে। তাদের আন্দোলন জনগণ প্রত্যাখান করেছে বলেই বিএনপি-জামায়াত সন্ত্রাসী কার্যকলাপ বেছে নিয়েছে।

তিনি দলে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।