ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ফেব্রুয়ারি ৯, ২০১৫
গাইবান্ধায় বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরকর্মী গ্রেফতার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ তাসকিরুল ইসলাম স্বপন (১৯) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তুলশীঘাটের শিবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।



তাসকিরুল ইসলাম স্বপন জেলা সদরের তুলশীঘাট এলাকার ভাজনেরখামার গ্রামের আবুল কাশেমের ছেলে।   

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাসকিরুল ইসলাম স্বপন জেলার তুলশীঘাটে পেট্রোল বোমা হামলায় শিশুসহ ৮ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। সন্ধ্যার আগে শিবপুর বাজারে তার মনোহরি দোকান থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।