ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ফেব্রুয়ারি ৯, ২০১৫
খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৈরাজ্য বিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামের নাশকতা চালিয়ে যাচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মশুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আহমদ, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খাঁন, জাসদের সভাপতি আব্দুল হক, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।