ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদাকে সংলাপে বসতে কামাল-শামসুল হুদার চিঠি

স্টাফ করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, ফেব্রুয়ারি ৯, ২০১৫
খালেদাকে সংলাপে বসতে কামাল-শামসুল হুদার চিঠি ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর একটি যৌথ চিঠি দিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহুমুদ চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ চিঠি নিয়ে আসেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের হয়ে চিঠিটি গ্রহণ করেন তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

চিঠি দিয়ে ফিরে যাওয়ার সময় প্রিন্স চঞ্চল মাহুমুদ সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সব রাজনৈতিক পক্ষকে একটি জাতীয় সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন ড. কামাল হোসেন ও এটিএম শামসুল হুদা। সবাই মিলে কথা বললে-আলাপ করলে এই সমস্যা দূর হয়ে যাবে বলেও মনে করেন তারা। আর সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনকে এই জাতীয় সংলাপে অংশগ্রহণের জন্য চিঠি দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।