ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে আওয়ামী লীগ নেতা শামসুল হক (৫০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরব আলী (৫৫) নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক আরব আলী ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের জামায়াত আলীর ছেলে।
এরআগে ভোর ৪টার দিকে ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা শামসুল হককে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, শামসুল হক খুনের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার ঘনিষ্ট বন্ধু আরব আলীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫