রংপুর: ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’- স্লোগানে অব্যাহত সহিংসতার মদদদাতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ অনলাইন এক্টিভ ফোরাম।
সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মহানগর আ’লীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক তহিদুর ইসলাম টুটুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মানুষ হরতাল অবরোধ উপেক্ষা করে দোকানপাট খুলেছে, রাস্তায় গাড়ি বের করেছে। বিএনপিসহ ২০ দলীয় জোট বাসে পেট্রোল বোমা মেরে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করছে। তাদের তাণ্ডবে পেট্রোল বোমায় দেশে ৬০ জন মানুষ মারা গেছে। বিএনপি, জামায়াত শিবির পেট্রোল বোমা দিয়ে এ পর্যন্ত রংপুর ও গাইবান্ধা জেলায় ১৫ জনকে হত্যা করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে অসংখ্য মানুষ।
মানুষ পুড়িয়ে মেরে বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
এসময় ২০ দলীয় জোটের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫