ঢাকা: হরতাল- অবরোধের নামে মানুষ খুনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ।
সোমবার(৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শামসুল হক টুকু বলেন, হরতাল-অবরোধ ও বোমা মেরে মানুষ খুনকারীদের সঙ্গে আমাদের আপোস নাই। আমরা তাদেরকে আইনের মাধ্যমে বিচার করে বাংলাদেশ থেকে চিরতরের জন্য উৎখাত করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, একইভাবে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি। আর কোনো শক্তিই আমাদের ঐক্যকে ফাটল ধরাতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শামসুল আলম দুদু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কলামিস্ট ও সাহিত্যিক কবি নাহিদ রোকসানা, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫