ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

শেরপুরে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, ফেব্রুয়ারি ৯, ২০১৫
শেরপুরে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আটক ছবি: প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার অভিযোগে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আবদুল্লাহ আল মোস্তাফিজ নাসিমকে (৩২) আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পরে  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মণ বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে করেছেন।

আবদুল্লাহ আল মোস্তাফিজ নাসিম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাপুনিয়া গ্রামের মাসউদুর রহমানের ছেলে।

দলীয় সূত্র জানায়, আটক সাবেক শিবির নেতা বগুড়া জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের ভূগোল বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।   

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫









বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।