ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

বিদেশিদের নির্দেশে খালেদার তাণ্ডব, অভিযোগ হানিফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বিদেশিদের নির্দেশে খালেদার তাণ্ডব, অভিযোগ হানিফের মাহবুব-উল আলম হানিফ ও খালেদা জিয়া

ঢাকা: খালেদা জিয়া বিদেশিদের নির্দেশেই তাণ্ডব চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডি-৩ এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে হরতাল-অবরোধ তুলে নিন। নাহলে এসব নাশকতার দায়ভার নিয়ে একদিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

চলমান সহিংসতাকে ‘পৈশাচিক’ বলে  উল্লেখ করে তিনি বলেন, এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করে কোনো দাবি আদায় করা যায় না।

কিছু বুদ্ধিজীবী পেট্রোল বোমা হামলার সমালোচনা না করে বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হানিফ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।