ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয় ঘিরে শ্রমিক অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ফেব্রুয়ারি ৯, ২০১৫
খালেদার কার্যালয় ঘিরে শ্রমিক অবস্থান ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘিরে অবস্থান গ্রহণ করেছে জাতীয় শ্রমিক লীগ সহ কয়েকটি শ্রমিক সংগঠন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চলমান হরতাল-অবরোধ প্রত্যাহার ও নাশকতা বন্ধের দাবিতে খালেদার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো।



এ সময় খালেদার কার্যালয় সংলগ্ন পুলিশের দু’টি ব্যারিকেডের মধ্যে একটি ব্যারিকেড পার হয় ঘেরাওকারীরা। তবে পুলিশের বাধায় কার্যালয়ের সামনে অবস্থান করতে পারেনি তারা। বর্তমানে কার্যালয়ের অদূরে পুলিশি বেষ্টনীর ভেতর অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ঘেরাওকারী শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।