ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে কোকোর মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ময়মনসিংহে কোকোর মাগফেরাত কামনায় দোয়া

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল করেছে দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ আছর শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এদিকে শহরের বড় মসজিদে বাদ জুম্মা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ