ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

পিকেটারদের অর্থ সহায়তার অভিযোগে নোয়াখালীতে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পিকেটারদের অর্থ সহায়তার অভিযোগে নোয়াখালীতে আটক ১

নোয়াখালী: হরতাল ও অবরোধে পিকেটারদের অর্থ সাহায্য দেওয়ার অভিযোগে ইকবাল ফারুক নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

তিনি নোয়াখালী জেলা শহর মাইজদীর এশিয়ান অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও  ২০দলীয় জোট সমর্থক বলে জানা গেছে।



শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তার নিজ এলাকা পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের পর নোয়াখালী সদরের সুধারাম থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ