ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড, ককটেল ফাটিয়ে পালানোর সময় আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড, ককটেল ফাটিয়ে পালানোর সময় আটক ৬ ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় তারা ককটেল ফাটিয়ে পালাতে চাইলেও ছয়জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিশু মেলার সামনে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে জানান, আনুমানিক সকাল ৮টা ১০ মিনিটে দিকে শিশু মেলার সামনে হঠাৎ কিছু লোকজনকে জড়ো হতে দেখা যায়। তখন পুলিশ তাদের জড়ো হওয়ার কারণ জিজ্ঞেস করে, দেহতল্লাশির একপর্যায়ে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। পরে পুলিশ ধ্বস্তাধ্বস্তি করে ছয়জনকে আটক করে। এ ছয়জনকে ছাড়িয়ে নিতে আরেক প্রান্ত থেকে ৮-১০টা মোটরসাইকেল এগিয়ে এসে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশ ধাওয়া দিলে বাকিরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, আটক ছয়জনকে থানায় আনা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।  

ককটেল বিস্ফোরণে কেউ আহত হওয়ার সংবাদ নেই বলেও জানান ওসি।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।