ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়: সালাহউদ্দিন আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, সেপ্টেম্বর ৬, ২০২৫
বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়: সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর জন্য ভালো রাজনীতির চর্চা অপরিহার্য বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা একটি জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল ও নর্দমা পরিষ্কার করার পাশাপাশি ফুটবল ম্যাচের আয়োজন করছে বিএনপি।

তিনি আরও বলেন, যদি ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, তবে ভালো রাজনীতির সূচনা করতে হবে এবং জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু আইন-কানুন বা সংবিধান পরিবর্তনের মাধ্যমে কার্যকর সংস্কার আনা সম্ভব নয়। এর জন্য মানসিকতার পরিবর্তন এবং পারস্পরিক সহনশীলতা জরুরি। তিনি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও জোর দেন।

ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ