দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণার জন্য লিফলেটে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
তিনি বলেন, আগামীকাল ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শেষ। কাগজের লিফলেটে নোংরা হয়ে আছে পুরো ক্যাম্পাস। আসুন, ৮ সেপ্টেম্বর আমরা সবাই আমাদের দ্বারা নোংরা করা ক্যাম্পাস পরিষ্কার করি। ঢাবি ছাত্রদল এ কাজে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি ।
আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশে হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পর নির্ভয়ে-নির্বিঘ্নে ডাকসুতে ভোট দেবেন শিক্ষার্থীরা–এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেএইচ