ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচন

লিফলেটের আবর্জনা পরিচ্ছন্ন করার আহ্বান জিএস প্রার্থী হামিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ৬, ২০২৫
লিফলেটের আবর্জনা পরিচ্ছন্ন করার আহ্বান জিএস প্রার্থী হামিমের ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম

দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণার জন্য লিফলেটে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আর এ নিয়েই নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।  লিফলেটের নোংরা পরিস্কারের আহ্বান জানিয়ে এখন প্রশংসায় ভাসছেন জিএস প্রার্থী হামিম।

তিনি বলেন, আগামীকাল ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শেষ। কাগজের লিফলেটে নোংরা হয়ে আছে পুরো ক্যাম্পাস। আসুন, ৮ সেপ্টেম্বর আমরা সবাই আমাদের দ্বারা নোংরা করা ক্যাম্পাস পরিষ্কার করি। ঢাবি ছাত্রদল এ কাজে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি ।

আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশে হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পর নির্ভয়ে-নির্বিঘ্নে ডাকসুতে ভোট দেবেন শিক্ষার্থীরা–এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ