ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, সেপ্টেম্বর ৬, ২০২৫
মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রিজভী রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুসলিম সমাজ আজ দ্বিধাবিভক্ত এবং আমরা রাসুল (সা.) এর শিক্ষা থেকে দূরে সরে গেছি।  

তিনি বলেন, রাসুল (সা.) ছিলেন ঐক্যের প্রতীক, কিন্তু আমরা নিজেরা বিভেদ সৃষ্টি করছি।

আমরা একে অপরের মাজার ভাঙছি, লাশ পুড়িয়ে দিচ্ছি, যা রাসুলের আদর্শের সম্পূর্ণ পরিপন্থি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।  

তিনি আরও বলেন, মহানবী (সা.) যে অনুপম আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্য রেখে গেছেন, তা সামান্যতম অনুসরণ করলে দেশ থেকে অন্যায়, অনাচার, হানাহানি ও রক্তারক্তি বন্ধ হয়ে যেত।

মুসলিম সমাজের ব্যর্থতা তুলে ধরে রিজভী বলেন, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না। এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।  

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ