ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাংলাদেশে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, সেপ্টেম্বর ৬, ২০২৫
বাংলাদেশে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে: শামা ওবায়েদ কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ফরিদপুর: বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীর গুরুত্ব তুলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন।

এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে এক কোটি যুবককে চাকরি দেবেন। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।