জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা আজ যে স্থানে দাঁড়িয়ে আছি, এটি সেই ঐতিহাসিক স্থান—যেখান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘোষণা এসেছিল। এখান থেকেই আমরা অঙ্গীকার করেছিলাম, এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে একটি নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত গড়ে তুলবো—যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার ও মানবিক অধিকার।
রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এমন একটি রাষ্ট্র গড়ার, যেখানে নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আর ভোট দিতে হবে না। যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, হুমকি-ধামকি কিংবা চাঁদাবাজি বা দখলদারিত্বের সংস্কৃতি থাকবে না। রাজনৈতিক হানাহানি, বঞ্চনা, কিংবা দলীয় নির্যাতনের জায়গা থাকবে না।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম, যারা আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন, যারা খুন বা গুম হয়েছেন—তাদের ন্যায়বিচার নিশ্চিত করবো। আমাদের এই স্বপ্নে শরিক হয়েছিল বাংলাদেশের সব জনগণ। সেখানে হিন্দু-মুসলমান, দল-মত নির্বিশেষে সবাই এক কাতারে ছিলেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, আজ সেই অঙ্গীকারের এক বছর পূর্ণ হলো। এখন আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। এক বছরে আমরা কী অর্জন করেছি? না আমরা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পেরেছি, না পেয়েছি ন্যায়বিচার, না পেয়েছি আমাদের মানবিক অধিকার। তাই আজ আমি আমার শহীদ ভাই-বোনদের কাছে, যারা এই পথচলায় জীবন দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই সেই সব পরিবারের কাছে, যারা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন। তবে আমরা থেমে থাকবো না। আমরা লড়বো। এনসিপি লড়বে—সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে।
এসসি/আরবি