জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করেছে এবং জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর প্রস্তুতি নিয়েছে।
দুপুর ২টায় এ সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থলে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদলের এটিই প্রথম বড় জনসমাবেশ হলেও এবার থাকবে না চিরাচরিত মিছিল, ব্যানার বা ফেস্টুন। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এসব উপকরণ না আনার নির্দেশ দিয়েছে।
সমাবেশ ঘিরে জনভোগান্তির আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। শনিবার (২ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। তারপরও আমরা নগরবাসীকে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার অনুরোধ জানাই।
বিবৃতিতে জানানো হয়, মূলত ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরও জাতীয় নাগরিক পার্টির অনুরোধে উদারতা ও সহনশীলতার জায়গা থেকে ছাত্রদল স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, শহীদ মিনারে আমরা একমাত্র বৈধ দাবিদার ছিলাম, তবু গণতান্ত্রিক সৌহার্দ্যের স্বার্থে আমরা শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিই।
এছাড়া বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শুক্রবার ঢাকামুখী নেতাকর্মীদের জন্য ছয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ আছে- কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করা যাবে না; সমাবেশ শুরুর আগে থেকেই প্রতিটি ইউনিটকে অংশ নিতে হবে এবং শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে, জরুরি সেবার গাড়ি চলাচলে কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত গলিতে সহায়তা করতে হবে, ছাত্রদল নেতাকর্মীবাহী কোনো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না, ব্যক্তিগত শো-ডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়া নিষিদ্ধ এবং সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে।
এসবিডব্লিউ/এমজে