ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জুলাই ১৯, ২০২৫
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল ডা. শফিকুর রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগী

ঢাকা: অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রাম শেষ হলেই ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমিরকে দেখতে রওনা দেবেন মির্জা ফখরুল।  

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুই দফায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমবার অসুস্থ হয়ে পড়লে মঞ্চে থাকা নেতারা তাকে ধরে তোলেন। এর কিছু সময় পর তিনি পুনরায় বক্তব্য দেওয়া শুরু করেন। তবে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বসিয়ে দেওয়া হয়।  

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গরমের কারণে আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসকদের পরামর্শে তিনি আর বক্তব্য দেননি।

পরে প্রায় ১০ মিনিট ধরে ডা. শফিকুর রহমান মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসেই বক্তব্য দেন। তার পাশে তখন চিকিৎসকদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইএসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।