ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সমাবেশে বিএন‌পিকে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ১৯, ২০২৫
সমাবেশে বিএন‌পিকে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত বিএনপি ও জামায়াতের লোগো

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএন‌পির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

জানতে চাইলে জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, নির্বাচনে পিআর পদ্ধতির প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সংহতির এক নেতা জানান, সমাবেশে তাদের কেউ যাবেন না।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমন্ত্রণ পেয়ে সমাবেশে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন ইসলামী দলের নেতারা এতে অংশ নিয়েছেন।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।