বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) প্রধান আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহা সমাবেশে তিনি এ কথা বলেন।
মাওলানা কাশেমী বলেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো। আমরা এদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি। জয় বাংলার শাসন দেখেছি। কোনো শাসন এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি।
তিনি আরও বলেন, আমাদের সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার। এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
শনিবার দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু করে জামায়াতে ইসলামী। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে দলটি। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।
আরকেআর/এমজে