ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ.লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে নিষিদ্ধ চায় জুলাই ঐক্য, রাজপথ না ছাড়ার ঘোষণা

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, মে ১১, ২০২৫
আ.লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে নিষিদ্ধ চায় জুলাই ঐক্য, রাজপথ না ছাড়ার ঘোষণা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের খবরে শাহবাগে উল্লাস

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়নের আগে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।  

শনিবার (১০ মে) আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার পর এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল মোড়ে একটি মিনি ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে বিক্ষোভকারীদের রাজপথে থাকার ঘোষণা দেন।

 

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমাদের তিন দফা দাবি বাস্তবায়িত হয়নি। আমরা অফিশিয়ালি ঘোষণা দেওয়ার আগে কেউ রাজপথ ছাড়বেন না। ঢাকাবাসী আপনারা রাজপথে নেমে আসুন।  

এ সময় জুলাই ঐক্যের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শুধু কার্যক্রম নিষিদ্ধের মুলা ঝুলিয়ে আমাদের থামানো যাবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। তারপর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।  

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত অফিশিয়ালি আমাদের মতামত না জানাচ্ছি, কেউ রাজপথ ছাড়বেন না। আমরা হাসনাতসহ আলোচনায় বসব। অফিশিয়াল ঘোষণা আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।  

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই ঘোষণা ত্রিশ দিনের মধ্যে দিতে হবে।  

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার পর উল্লাসে ফেটে পড়ে ছাত্র-জনতা। তবে এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি নন সংগঠকদের অনেকেই।

এনসিপির সংগঠক হামজা মাহবুব বলেন, আমাদের দাবি তিন দফা। তিন দফা দাবি আদায় না হওয়া ছাড়া আমাদের কোনো আনন্দ প্রতিক্রিয়া নেই।  

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন ধরে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও জানাল সরকার।

আরও পড়ুন>>

আ.লীগকে কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না: ইশরাক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা বললেন নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত নিয়ে মত জানানোর আগে রাজপথ ছাড়বেন না: হাসনাত

এফএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।