ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিপ্লবী জনতাকে অভিনন্দন জানালেন জামায়াতের আমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, মে ১০, ২০২৫
বিপ্লবী জনতাকে অভিনন্দন জানালেন জামায়াতের আমির জামায়াতের আমির ডা. শফিকুর রহমান/ ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগ সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির একাত্মতাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাত্মা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে।

কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না। ’

শনিবার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্টে জামায়াত আমির এ কথা জানান।

জামায়াত আমির লেখেন ‘আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইলফলক হয়ে থাকবে। ’

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘অভিনন্দন! যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা। ’

ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।