নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গালি দিয়ে সমালোচিত হওয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে এই জাহাঙ্গীরের নামে একাধিক মামলা আছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ২০২৩ সালের ২২ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে খালেদা জিয়াকে গালিসহ তাকে নিয়ে নানা অশোভন কথা বলে বিতর্কের জন্ম দেন জাহাঙ্গীর।
এমআরপি/আরএ