ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, মে ১, ২০২৫
পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াতের আমির শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ অন্যরা/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।  

ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।