ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শতকরা ৪৩ ভাগ নারীর অংশগ্রহণকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠকে আমিরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব : ঢাকায় অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের গতকাল সাংবাদিকদের এ কথা জানান। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা বলেছি রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে নিজ ভূমিতে পুনর্বাসন করা।