ঢাকা: শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সোমবার (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এ কর্মসূচি দুপুর ১টায় শুরু হবে।
রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিছিলটি ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ করে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।
এদিকে বিএনপির কেন্দ্রী কার্যালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।
এর আগে এক সংবাদ সম্মেলনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক শোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় নিয়াজীর নেতৃত্বেই পারভেজের বুকে ছুরি মারা হয় বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এফএইচ/এএটি