ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: খিলগাঁওয়ে গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলনে হামলা: খিলগাঁওয়ে গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মাহমুদ খান স্বপন (৫২) ও খিলগাঁও থানার দুই নম্বর ওয়ার্ডের যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালানোর অভিযোগে মামলাটি করা হয়। মামলার এ দুই আসামিকে খিলগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।