দিনাজপুর: দিনাজপুরের একটি বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের ঈদগাহ্ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
অভিযানে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকায় এ বাসায়ই অবস্থান করছিলেন। বাড়ির মালিক তার আপন ভগ্নিপতি। গোপন সংবাদের ভিত্তিতে এ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবীরের নামে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাইবান্ধা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
শাহ সারোয়ার কবীর ২০২৪ সালের নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসআই